Cricket Team Sponsorship

Event Image

কলকাতার ডালহৌসির ‘দ্যা ললিত হোটেলে’ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের স্পন্সরের নাম। এই মরসুম সহ তিন মরসুমের জন্য টিমের স্পনসর হতে চলেছে বিখ্যাত “শ্রাচি গ্রুপ”। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি গ্ৰুপের ম্যানেজিং ডাইরেক্টর রাহুল টোডি মহাশয় সহ গ্ৰুপের আরো অনেক অধিকারিকগণ। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডা: প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, সহ সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব মানস রায়, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার ও ক্লাবের কার্যকরী সমিতির সকল সদস্যগণ। উপস্থিত ছিলেন সি.এ.বি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ সি.এ.বি’র অধিকারিকগণ। ছিলেন প্রাক্তন  সি.এ.বি সভাপতি অভিষেক ডালমিয়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় পুরুষ ও মহিলা টিমের ক্রিকেটার সন্দীপ পাটিল ও ঝুলন গোস্বামী I ছিলেন চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস এ সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত I উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন বহু ফুটবল খেলোয়াড়, যাদের মধ্যে সমরেশ চৌধুরী, ভাস্কর ভাস্কর গাঙ্গুলী, মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, অলোক মুখার্জি, তরুণ দে, প্রশান্ত ব্যানার্জি, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি উল্লেখযোগ্য I উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জি, রণদেব বসু সহ আরো অনেকে I

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের লাল হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় I মঞ্চের বৃহৎ পর্দায় তুলে ধরা হয় ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেটের অতীত থেকে বর্তমান সময়ের সমস্ত ছবি I প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিলের হাতে তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষর স্মারক, সাথে সাথে তাঁকে ক্লাবের আজীবন সদস্য পদ ও তুলে দেওয়া হয় I

ইস্টবেঙ্গল ক্লাব সভাপতি, ডাঃ প্রণব দাশগুপ্ত শ্রাচি গ্ৰুপকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলার ক্লাব ক্রিকেটে আজ এক ঐতিহাসিক দিন। শ্রাচি গ্ৰুপ এবং ইস্টবেঙ্গল ক্লাব একসাথে পথ চলাতে আগামী দিনে বাংলা তথা ভারতীয় ক্রিকেটে প্রভূত উন্নতিসাধন ঘটবে।

অনুষ্ঠান মঞ্চে ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদার ও শ্রাচি গ্ৰুপের ম্যানেজিং ডাইরেক্টর রাহুল টোডি সকলের সামনে সংযুক্তিকরণপত্রে সই করে বাংলার ক্লাব ক্রিকেটে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করেন।

শ্রাচি গ্ৰুপের ম্যানেজিং ডাইরেক্টর রাহুল টোডি তার বক্তব্যে বলেন, “তিনি চান আগামীতে ভারতীয় ক্রিকেট টিম এবং আই.পি.এল টিম গুলোতে খেলার জন্য যাতে আরও বেশি করে বাঙালি প্রতিভা উঠে আসে এবং খেলতে পারে, সেইজন্য এখন থেকেই কাজ শুরু করতে I এর পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের মাধ্যমে ইউথ ডেভেলপমেন্ট এর বিভিন্ন পরিকল্পনা ও তার মাথাতে রয়েছে আর আগামীতে সেগুলো তিনি বাস্তবায়ন ও করতে চান” I

অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মরসুমের ক্রিকেট খেলোয়াড়দের সাথে সবার পরিচিতি করানো হয় I টিমের কোচ আব্দুল মুনায়েম ও মেন্টর সম্বরণ বন্দ্যোপাধ্যায় ও আশা ব্যক্ত করেন যে, শ্রাচি গ্ৰুপের সাথে সংযুক্তিকরনের ফলে আগামীতে ক্লাব তথা বাংলার ক্রিকেট এক নতুন দিশা পাবে I

ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের চিফ মেন্টর রূপে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিলের নাম ঘোষিত হয় এদিনের মঞ্চ থেকে I এর সাথে সাথে এটাও ঘোষণা করা হয় যে, প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামী ও চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমস এ সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রাজীব দত্ত ও টিমের পরামর্শদাতা রূপে থাকবেনই

ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী বলেন, “সি এ বি যে মহিলা ক্রিকেট লীগ শুরু করার উদ্যোগ নিয়েছে, সেই লিগে ইস্টবেঙ্গল ক্লাবের যুক্ত হয়ে মহিলা ক্রিকেটারদের সাথে কাজ করতে তিনি যথেষ্টই আগ্রহী।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল তার বক্তব্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সেই সময়কার নানা ঘটনা তুলে ধরেন। সাথে সাথে এটাও বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের চিফ মেন্টর রূপে কাজ করতে তিনি একদম তৈরী।

ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার বলেন, “অনেকদিন ধরেই তারা ভাবছিলেন ফুটবলের পাশাপাশি ক্রিকেটকেও একটা উচ্চতায় নিয়ে যেতে I তিনি আশাবাদী শ্রাচি গ্ৰুপের সাথে সংযুক্তিকরনের ফলে ক্লাব, বাংলার ক্রিকেট, ভারতের ক্রিকেট ও আই.পি.এল সমৃদ্ধ হবে” I

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত সাংবাদিক গৌতম ভট্টাচার্য I