আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সুপার সিক্সের পঞ্চম এবং লিগ চ্যাম্পিয়ন




আজ ১৩ ফেব্রুয়ারী ২০২৫, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সুপার সিক্সের পঞ্চম এবং লিগ চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচ ছিল ইমামি ইস্টবেঙ্গল এফসি বনাম ডায়মন্ডহারবার এফসি’র মধ্যে–
ডায়মন্ড হারবার এফসি মাঠে টিম নামায় নি I ম্যাচ কমিশনার নির্ধারিত ৩০ মিনিট অপেক্ষা করার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন I ফলে খুব স্বাভাবিক ভাবেই এবারের কলকাতা লিগের চ্যাম্পিয়ন হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি I
কলকাতা ফুটবল লিগ ২০২৪ এর অপরাজিত চ্যাম্পিয়নের গৌরব পেতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব I এবং এই নিয়ে সর্বমোট ৪০ বার কলকাতা ফুটবল লিগের শিরোপা অর্জন করবে ইস্টবেঙ্গল ক্লাব I
১৯৪২, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৬১, ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২৪
সর্বমোট ১৭ টি ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল এফসি’র জয় ১৫ টি, ড্র ২ টি I অপরাজিত থেকে গোল করে ৪৬ টি আর গোল খেতে হয় ৭ টি I
কলকাতা ফুটবল লিগ ২০২৪ এর ইমামি ইস্টবেঙ্গল এফসি’র সর্বোচ্চ গোলকারী জেসিন টি.কে. – ১৩ টি গোল I