ইস্টবেঙ্গল ক্লাবের উষ্ণ অভ্যর্থনায় কলকাতার মাটিতে পা রেখে আপ্লুত পাঁচবারের বিশ্বকাপার এবং একবারের বিশ্বজয়ী লোথার ম্যাথাউস..



ইস্টবেঙ্গল ক্লাবের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত কিংবদন্তি লোথার ম্যাথাউস!
পাঁচবারের বিশ্বকাপার এবং একবারের বিশ্বজয়ী, বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি লোথার ম্যাথাউস আজ কলকাতার মাটিতে পা রাখলেন। আর তাঁকে স্বাগত জানাতে ইস্টবেঙ্গল ক্লাব যে উষ্ণতা ও মর্যাদার পরিচয় দিল, তাতে আপ্লুত হয়ে পড়লেন এই জার্মান মহাতারকা।
বিমানবন্দরে লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস, ক্লাব কর্মকর্তাদের আন্তরিক অভ্যর্থনা এবং ফুটবলপ্রেমী কলকাতার আবেগ—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে উঠল সত্যিই ঐতিহাসিক।
ম্যাথাউস নিজেও অনুভব করলেন শহরের ফুটবল-উন্মাদনা এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি মানুষের অনন্য ভালোবাসা।
কলকাতায় তাঁর এই আগমন নিঃসন্দেহে লাল-হলুদ পরিবারের জন্য এক গর্বের অধ্যায়, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
জয় ইস্টবেঙ্গল ❤️??



