ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে স্পোর্টস ডে




আজ ১৩ই আগস্ট ২০২৪ মঙ্গলবার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হলো। এই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সকাল ১০ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিকেল ৪.৩০ থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় I
অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও ক্লাবের কার্যকরী সমিতির প্রাক্তন সদস্য চিন্ময় বিশ্বাসের প্রয়াণে নীরবতা পালন করা হয় I
স্বাগত ভাষণ রাখেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া I
ডাঃ প্রণব দাসগুপ্ত কে সম্মানিত করা হয় I তাঁকে সম্মাননা তুলে দেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, ক্লাব সচিব রূপক সাহা I
কল্যাণ মজুমদারকে সম্মানিত করা হয় I তাঁকে সম্মাননা তুলে দেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, ক্লাব সচিব রূপক সাহা, সহ সচিব ডাঃ শান্তিরঞ্জন দাসগুপ্ত I
প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দীপক (পল্টু) দাসের স্মারক বক্তব্য উপস্থাপন করেন I তাঁকে সম্মাননা প্রদান করেন সহ সভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, সহ সচিব ডাঃ শান্তিরঞ্জন দাসগুপ্ত I
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস I তাঁকে সম্মাননা তুলে দেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি অজয় কৃষ্ণ চ্যাটার্জি, ক্লাব সচিব রূপক সাহা I
ক্লাবের সদস্যপদ প্রদান করা হয় ইমামীর কর্ণধার আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কাকে I মনীশ গোয়েঙ্কার হয়ে সম্মাননা গ্রহণ করে বিভাস আগরওয়াল I তাদের হাতে সদস্যপদ তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, ক্লাব সচিব রূপক সাহা, দেবব্রত সরকার I
বছরের সেরা অ্যাথলিট (মহিলা) ঝুমা বসু কে সম্মানিত করা হয় I সম্মাননা প্রদান করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়িকা ঝুলন গোস্বামী I
বছরের সেরা অ্যাথলিট (পুরুষ) কর্ণ বাগ কে সম্মানিত করা হয় I সম্মাননা প্রদান করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়িকা ঝুলন গোস্বামী I
পঞ্চম থেকে প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড়দের সম্মানিত করা হয়।সম্মানিত করেন ক্লাবের সহ সভাপতি রাহুল টোডি, আই এফ এ সভাপতি অজিত ব্যানার্জি, সি এ বি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি I
প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ – সফিক আলী গইন (নিউ আলিপুর সুরুচি সংঘ)
দ্বিতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ – স্বর্ণদ্বীপ সাঙমা (এডামস ইউনাইটেড)
তৃতীয় ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ – বিফল সর্দার (সাউদার্ন এ সি)
চতুর্থ ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ – প্রভাস মন্ডল (পশ্চিমবঙ্গ এসোসিয়েশন অফ ডিফ)
পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড় ২০২৩ – সমীক বিশ্বাস (আরিয়াদহ স্পোর্টিং ক্লাব)
বছরের সেরা হকি খেলোয়াড় সম্মানে সম্মানিত করা হয় প্রদীপ সিং মোর কে I সম্মাননা প্রদান করেন ক্লাবের হকি কোচ যোগরাজ সিং, সি এ বি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি I
‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত, আন্তর্জাতিক টেনিস ‘হল অফ ফেম’ এ অন্তর্ভুক্ত এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে সম্মানিত করা হয় I তাঁকে সম্মানিত করেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ক্লাবের প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, মিহির বসু, অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জি, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি, আলভিটো ডি’ কুনহা, সম্বরণ ব্যানার্জি, সি এ বি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি, ক্লাব সচিব রূপক সাহা, দেবব্রত সরকার I মঞ্চে বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সাথে ‘টক শো’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লিয়েন্ডার পেজ I
বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের হাতে ফুটবল তুলে দেওয়া হয় I
ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের সম্মানিত করা হয় I ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া উপস্থিত প্রাক্তন খেলোয়াড়দের প্রত্যেককে হাত ঘড়ি তুলে দিয়ে তাদের সম্মানিত করেন I
ভারতীয় ফুটবল দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন I অনুষ্ঠান মঞ্চে দেবব্রত সরকারের হাত ধরে আনোয়ার আলী মঞ্চে প্রবেশ করেন I তার হাতে ৪ নম্বর ক্লাব জার্সি তুলে দেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ, ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ইমামি গ্রূপের আধিকারিক আদিত্য আগরওয়াল, বিভাস আগরওয়াল, সন্দীপ আগরওয়ালা, প্রাক্তন ডিফেন্ডার দীপক মন্ডল I
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি I