ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৬ তম জন্মদিবস



প্রথাগত রীতি মেনে আগামী ১৩ই আগস্ট ২০২৫, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৬ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হবে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। এই উপলক্ষে ক্লাব তাঁবুতে সকাল ৯ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন ও ক্লাব পতাকা উত্তোলন I ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা।
উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করবে I