উত্তরবঙ্গের বন্যায় বিপন্ন মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দ

উত্তরবঙ্গের বন্যায় বিপন্ন মানুষের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দ, জলপাইগুড়ি।
আজ তারা শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, জলপাইগুড়ির অফিসে ত্রান পৌঁছে দিল। আগামীতেও ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য ও সমর্থক বৃন্দ, জলপাইগুড়ি ও শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম, জলপাইগুড়ি যৌথ ভাবে জলপাইগুড়ির পার্শ্ববর্তী বিপন্ন এলাকায় ত্রান পৌঁছে দেবে ।

ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা পোড়াঝাড়, শিলিগুড়ি অঞ্চলের বন্যা কবলিত মানুষদের হাতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিলো I উক্ত অঞ্চলেই বাড়ি রাজ্য ও জাতীয় পদক বিজয়ী এথলিত পূজা প্রামানিকের I ভয়াবহ বন্যার সময় তিনি বাড়িতেই ছিলেন I বন্যায় পূজা প্রামানিকের সমস্ত ক্রীড়া সরঞ্জাম ভেসে চলে গেছে, অবশিষ্ট বলে কিছু নেই I আগামী ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাব থেকে তার এবং তার সতীর্থদের যারা যারা এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, তাদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হবে I