এক নজরে কলকাতা লীগ ২০২৩

গতকাল আই.এফ.এ. অফিসে লিগ কমিটির শৃঙ্খলা রক্ষাকারী কমিটি গত ৩০.১১.২০২৩ এর কলকাতা লিগের ডার্বি ম্যাচের সিদ্ধান্ত জানিয়েছে –
ডার্বি ম্যাচে মোহনবাগান এসজি মাঠে দল না নামানোর জন্য তিন পয়েন্ট ইমামি ইস্টবেঙ্গল এফসি কে দেওয়া হয়েছে।
এছাড়া মোহনবাগান এসজি দল না নামানোর জন্য তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে শৃঙ্খলা রক্ষাকারী কমিটি।
কলকাতা ফুটবল লীগ ২০২৩ এর রানার্স হলো ইমামি ইস্টবেঙ্গল এফসি
এক নজরে কলকাতা লীগ ২০২৩ এ ইমামি ইস্টবেঙ্গল এফসি’র পরিসংখ্যান –
মোট ম্যাচ (গ্রুপ লীগ + সুপার সিক্স) -১৭ (১২ + ৫)
জয় – ১৩ (৯ + ৪)
ড্র – ৩ (৩ + ০)
পরাজয় – ১ (০ + ১)
গোল করেছে – ৪৪ (২৯ + ১৫)
গোল খেয়েছে – ১০ (৬ + ৪)
গোল পার্থক্য – ৩৪ (২৩ + ১১)
মোট পয়েন্ট – ৪২ (৩০ + ১২)
সর্বোচ্চ গোলকারী –
অভিষেক কুঞ্জম – ৬
পি ভি বিষ্ণু – ৬
জেসিন টি কে – ৬