কলকাতা ফুটবল লিগ ২০২৫ সুপার সিক্স ইস্টবেঙ্গল এফসি : 3 ডায়মন্ড হারবার এফসি : 1

🏆 কলকাতা ফুটবল লিগ ২০২৫ – সুপার সিক্স

১৪ সেপ্টেম্বর ২০২৫
কিশোর ভারতী ক্রীড়াঙ্গন

ম্যাচের ফলাফল

ইস্টবেঙ্গল এফসি : ৩
(ডেভিড, জেসিন টি. কে.–২)

ডায়মন্ড হারবার এফসি : ১

🔴🟡 ইস্টবেঙ্গল এফসি সুপার সিক্সে নিজেদের দাপট বজায় রাখল ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে। প্রথমার্ধে ডেভিডের গোলে লিড নেয় লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে জেসিন টি. কে.-এর দুর্দান্ত জোড়া গোল ম্যাচকে ইস্টবেঙ্গলের পক্ষে একেবারেই নিশ্চিত করে দেয়।

ডায়মন্ড হারবার এফসি শেষ দিকে একটি গোল শোধ করলেও ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। ফলস্বরূপ ৩-১ ব্যবধানের জয় নিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল।