চলে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের টিমের লেফট ব্যাক প্রবীর মজুমদার

চলে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের টিমের লেফট ব্যাক প্রবীর মজুমদার I আজ সকাল ৩.৩০ এ ৭৭ বছর বয়েসে তিনি তাঁর সল্টলেকের আবাসনে পরলোকগমন করেন I রেখে গেলেন স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ ও নাতনিকে I

ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ১৯৭২ ও ৭৩ এ লেফট ব্যাক পজিশনে প্রবীর মজুমদারের খেলা আজও মানুষের হৃদয়ে বিদ্যমান I তাঁর সময়ে, ১৯৭২ এ কলকাতা লীগ (একটিও গোল না খেয়ে রেকর্ড তৈরী করে), আই.এফ.এ. শিল্ড, বারদোলুই, ডুরান্ড রোভার্সে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ক্লাব I প্রথমবারের জন্য ত্রিমুকুট জয়ের কৃতিত্ব ও রচনা করে ক্লাব I ১৯৭৩ এ কলকাতা লীগ, আই.এফ.এ. শিল্ড, রোভার্স ও ডি.সি.এম. চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল ক্লাব I

১৯৮১ তে প্রবীর মজুমদার ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রশিক্ষক I

এরকম একজন প্রখ্যাত ফুটবলার ও প্রশিক্ষকের প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া I প্রবীর মজুমদারের প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাব ও শোকস্তব্ধ I তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে I

আমরা তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি I তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই I

(ছবিতে প্রবীর মজুমদার, ১৯৭২ এবং ১৯৭৩ এর ইস্টবেঙ্গল টিম)