শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রের জমকালো উদ্বোধন হলো







শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রের জমকালো উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বৃহস্পতিবার ঐই উপলক্ষ্যে চাঁদের হাটের সক্ষী রইল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে একাধিক ক্যাবিনেট মন্ত্রী, বিধায়করা তো ছিলেনই। ছিলেন মোহনগান, মহামডান স্পোর্টিং ক্লাবের শীর্ষকর্তারাও। এছাড়া ক্লাবের এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। সিনিয়র ফুটবল দলের কোচ অস্কার ব্রুজোও বোঝার চেষ্টা করলেন ক্লাবের সনাতনী ইতিহাসকে। পরিচালক গৌতম ঘোষকে অভিনন্দন জানান এবং সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী।মহিলা ইস্টবেঙ্গল দলের আই ডব্লিউ এলে ভারতসেরার স্বীকৃতি হিসেবে মহিলা দলকে ৫০ লক্ষ টাকা সরকারি তরফে আর্থিক পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর তথ্যচিত্রটি সাধারণে উদ্দেশে সম্প্রচারিত হ্য়। অনুষ্ঠানকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়া হয়।