সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার, কোচ এবং সাপোর্টিং স্টাফদের সংবর্ধিত করলো ক্লাব









সাফ ক্লাব কাপ জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের সংবর্ধিত করলো ক্লাব। বড়দিনের সন্ধেয় উৎসবের আবহে ক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের উপস্থিতিতে এই উৎসব পালিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারীলাল লোহিয়া, সচিব রূপক সাহা, সহকারী সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, ইমামি গ্ৰুপের ডাইরেক্টর সন্দীপ আগারওয়াল, ফুটবল অপারেশন হেড থাংবৈ সিংটো এবং হেড কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ। ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, ক্লাবের কর্মসমিতির সকল সদস্য ও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা। মহিলা ফুটবলারদের এমন আকাশচুম্বী সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্লাবের তরফে ২৫ লক্ষ টাকার চেক। সেইসঙ্গে প্রত্যেককে লাল হলুদ উত্তরীয় এবং সুদৃশ্য শতবার্ষিকী কয়েন। অনুষ্ঠানের শেষে মহিলা কোচ এবং ফুটবলারদের সম্মানে কেক কাটা হয়। ছিল সকলের জন্য নৈশভোজের ব্যবস্থাও ।
এএফসি-র অভিযানকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন সচিব রূপক সাহা। কাঠমান্ডুতে সাফ ক্লাবের ট্রফি ক্লাবকে গর্বিত করেছে বলেও জানান তিনি।
সভাপতি মুরারী লাল লোহিয়া ক্লাবের এই ফুটবলারদের কীর্তিকে উচ্চাঙ্গে তুলে ধরে বলেন, ‘দিল মাঙ্গে মোর’।
ইমামি কর্তা সন্দীপ আগারওয়াল বলেন, ফুটবল নিয়ে উৎসাহটা যথেষ্ট থাকলেও এ সম্পর্কে তেমন সম্যক ধারণা তাঁর ছিল না।তবে সাফল্যের সরণিতে দলের ঠিকানা কে নিশ্চিত করতে তিনি সর্বতোভাবে পাশে থাকার অঙ্গীকারকে পূর্ণ করেন বলে জানান।
অধিনায়ক ফাজিলার গলায় ছিল ট্রফি জয়ের তৃপ্তির সুর।









