সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচে ইস্টবেঙ্গলের বিশেষ সম্মাননা

আজ ৬ ই জুন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক, ভারতের গর্ব সুনীল ছেত্রী কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দেশের জার্সি গায়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন কুয়েতের বিরুদ্ধে I তার বর্ণময় আন্তর্জাতিক ফুটবল জীবনের কথা স্মরণ করে ম্যাচ শেষে ইস্টবেঙ্গল ক্লাব তাকে সম্বর্ধিত করলো I

ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে সুনীল ছেত্রী কে পরিয়ে দেওয়া হল লাল হলুদ উত্তরীয়, তার হাতে তুলে দেওয়া হল বিশেষ গোল্ড কয়েন (ক্লাব প্রতীক), লাল হলুদ রঙে সুসজ্জিত জোড়া ইলিশ, মিষ্টি ও লাল হলুদ ফুলের তোড়া I ক্লাবের তরফ থেকে সুনীল ছেত্রী কে সম্মাননা প্রদান করলেন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম, সহ সচিব রূপক সাহা, ক্লাব কর্তা দেবব্রত সরকার, কার্যকরী সমিতির সদস্য সুমন দাশগুপ্ত I