১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে।


প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবার প্রয়াস নেওয়া হয়েছে।
সকাল ১১.৩০ ঘটিকা – ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন।
বিকেল ৪.০০ ঘটিকা – ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয় I
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে যাঁদেরকে সম্মানিত করা হবে, তাঁরা হলেন –
‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ভারতীয় হকি টিমের অধিনায়ক পদ্মভূষণ পি. আর. শ্রীজেশ কে।
ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হবে প্রাক্তন অধিনায়ক শ্রী সত্যজিৎ মিত্র কে।
ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হবে প্রাক্তন অধিনায়ক শ্রী মিহির বসু কে।
অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হবে ডাঃ পল্লব বসু মল্লিক কে।
পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘আলোকচিত্রী’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী উৎপল সরকার কে।
পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী করুণা চক্রবর্তী কে।
প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী কার্তিক ইন্দু কে।
বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী সৌভিক চক্রবর্তী এবং শ্রীমতি সৌম্যা গুগুলথ কে।
জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী পি. ভি. বিষ্ণু কে।
গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী কনিষ্ক শেঠ কে।
স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী ননী গোপাল বণিক কে।
‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হবে শ্রী সঞ্জয় সেন এবং অ্যান্টনি আন্দ্রেউস কে।
‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় শ্রীমতি সঙ্গীতা বাঁশফোড় কে।
আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার শ্রী আরণ্যক ঘোষ কে প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত করা হবে I
উক্ত অনুষ্ঠানে আপনাদের আন্তরিক উপস্থিতি আমাদের সমৃদ্ধ করবে I