১ লা আগস্ট ২০২৫, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবস
















প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবার প্রয়াস নেওয়া হয়েছে।
সকাল ১১.৩০ ঘটিকায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি, সাধারণ সচিব, ক্লাবের কার্যকরী সমিতির সকল সদস্য, প্রাক্তন খেলোয়াড়গণ, ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীরা। এর পরে ক্লাব তাঁবুতে সকলে মিলে ক্লাব পতাকা উত্তোলন করেন । ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীদের ও প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে ক্লাব সভাপতি এবং ক্লাবের কর্মকর্তাগণ ক্লাব মাঠে শতাধিক লাল হলুদ বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসকে আরো প্রাণবন্ত করে তোলেন । তাঁবুতে ক্লাবের কার্যকরী সমিতি, প্রাক্তন খেলোয়াড়, সদস্য, সমর্থকদের উপস্থিতিতে ১০৬ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটা হয় ।