Brazilian football legend Ronaldinho in Kolkata







- 16th October, 2023
কলকাতার ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হলো, ইমামি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃক কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালডিনহোর সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি ডা: প্রণব দাশগুপ্ত, সহ সচিব শ্রী রূপক সাহা, কর্মসমিতির সদস্য শ্রী দেবব্রত সরকার, ফুটবল সচিব শ্রী সৈকত গাঙ্গুলি। ইস্টবেঙ্গল এফসি’র সমস্ত খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রোনালডিনহোকে লাল হলুদ উত্তরীয়, জার্সি পরিয়ে, শতবর্ষের স্মারক মুদ্রা ও মিষ্টি প্রদানের মধ্যে দিয়ে সম্মানিত করা হয়।