Inauguration of Media Center at Club on 26th July,2024

আজ ২৬ শে জুলাই ২০২৪, আমাদের ক্লাবের নবরূপে নির্মিত ‘মিডিয়া সেন্টারের’ শুভ দ্বারোদ্ঘাটন করা হলো I দ্বারোদ্ঘাটন করলেন ক্লাব সভাপতি মুরালি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার, সচিব রূপক সাহা, সহ সচিব ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, মাঠ সচিব রজত গুহ, কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার এবং আসিয়ান জয়ী টিমের খেলোয়াড়েরা I এরপর নব নির্মিত মিডিয়া সেন্টারে পাঁচজন কিংবদন্তী সাংবাদিক কমল ভট্টাচার্য, অজয় বসু, পুষ্পেন সরকার, মতি নন্দী ও কিশোর ভিমানীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে I প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এই পাঁচজন কিংবদন্তির জীবনের নানা অধ্যায় তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন I ক্লাব সভাপতি মুরালি লাল লোহিয়া তার বক্তব্যে কলকাতা ফুটবল লিগে ক্লাবের প্রথম ডার্বি জয় থেকে শতবর্ষের ডার্বি জয় সহ ক্লাবের নানা গর্বের অধ্যায় তুলে ধরেন I সহ সভাপতি কল্যাণ মজুমদার, সহ সচিব ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত তাদের বক্তব্যে আসিয়ান কাপে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন I সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য তাদের বক্তব্যে আসিয়ান জয়ের সময় ইস্টবেঙ্গল ক্লাবের একজন সমর্থক হিসেবে তাদের কথা তুলে ধরেন I দেবব্রত সরকার আসিয়ান কাপে অংশগ্রহণ থেকে খেলোয়াড় সংযুক্তিকরণ, আসিয়ান অধ্যায়ের নানা অজানা কথা তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন I আসিয়ান জয়ী খেলোয়াড় দেবজিৎ ঘোষ, দীপক মন্ডল, ষষ্ঠী দুলে তাদের বক্তব্যের মাধ্যমে আসিয়ান টুর্নামেন্টের নানা কথা তুলে ধরেন I আসিয়ান চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার রজত গুহ এবং সহকারী ম্যানেজার মনীশ ব্যানার্জি তাদের বক্তব্যে আসিয়ান খেলবার সময় জাকার্তায় প্লেয়ারদের সাথে ঘটা নানা না জানা কথা তুলে ধরেন I সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি I

একই সাথে আসিয়ান জয়ের ২১ তম বছরকে স্মরণীয় করে রাখতে আসিয়ান জয়ী টিমের (যারা উপস্থিত ছিলেন) সদস্যদের সম্মানিত করা হয় I তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ভাবে তৈরী আসিয়ান কাপের সেই ঐতিহ্যশালী জার্সি এবং স্মারক I যে সকল আসিয়ান জয়ী সদস্য আজ উপস্থিত থাকতে পারেননি, তাদের সকলের জন্য তৈরী এই জার্সি খুব শীঘ্রই তাদের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ I এর পরে ক্লাবের তরফ থেকে কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার উপস্থিত সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন I