ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন









আজ ৩০ শে জুলাই ২০২৪, ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস কে সামনে রেখে ক্লাব তাঁবুতে এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়েছিল I উপস্থিত ছিলেন শ্রী অরূপ রায়, মাননীয় মন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার ও বিধায়ক শ্রী অশোক দেব I ছিলেন ক্লাব সভাপতি শ্রী মুরারি লাল লোহিয়া, সচিব শ্রী রূপক সাহা, সহ সচিব ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, ফুটবল সচিব শ্রী সৈকত গাঙ্গুলি, মাঠ সচিব শ্রী রজত গুহ, অর্থ সচিব শ্রী সদানন্দ মুখার্জি, শ্রী দেবব্রত সরকার ও কার্যকরী সমিতির সদস্যগণ I আগামী ১ লা আগস্ট ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ওই দিন বাংলার বিভিন্ন জেলায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেছে ক্লাব I