13th Sport Day

সম্মানীয় সুধী,

আগামী ১৩ই আগস্ট ২০২৪ মঙ্গলবার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হবে। এই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সকাল ১০ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন ও ক্লাব পতাকা উত্তোলন।

রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা।

ক্লাবের মাঠে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ ।

বিকেল ৪.৩০ থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে I

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয় I

প্রাক্তন আইএএস, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, দীপক (পল্টু) দাসের স্মারক বক্তব্য উপস্থাপন করবেন I

ডাঃ প্রণব দাসগুপ্ত ও কল্যাণ মজুমদারকে সম্মানিত করা হবে I

ক্লাবের সদস্যপদ প্রদান করা হবে ইমামীর কর্ণধার আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কাকে I

‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত, আন্তর্জাতিক টেনিস ‘হল অফ ফেম’ এ অন্তর্ভুক্ত এশিয়ার প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজকে সম্মানিত করা হবে I মঞ্চে বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সাথে ‘টক শো’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন লিয়েন্ডার পেজ I

বছরের সেরা হকি খেলোয়াড় সম্মানে সম্মানিত করা হবে প্রদীপ সিং মোর কে I

বছরের সেরা অ্যাথলিট (মহিলা) ঝুমা বসু কে সম্মানিত করা হবে I

বছরের সেরা অ্যাথলিট (পুরুষ) কর্ণ বাগ কে সম্মানিত করা হবে I

পঞ্চম থেকে প্রথম ডিভিশনের সেরা খেলোয়াড়দের সম্মানিত করা হবে।

বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের হাতে ফুটবল তুলে দেওয়া হবে I

ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের সম্মানিত করা হবে I

উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করবে I

ধন্যবাদান্তে

রূপক সাহা
সাধারণ সচিব