সল্টলেকের সাই তে অনুষ্ঠিত ৭২ তম রাজ্য এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪

সল্টলেকের সাই তে অনুষ্ঠিত ৭২ তম রাজ্য এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব I

ইস্টবেঙ্গল ক্লাবের সর্বমোট পয়েন্ট – ৫৬৬.৬
মোহনবাগান ক্লাবের সর্বমোট পয়েন্ট – ৫৬৬

একই সাথে অনূর্ধ্ব ২০ বালিকা ৪০০ মি. হার্ডেলস এর ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাবের এথলিত গুড়িয়া মাহাতো প্রথম হয়েছিলো তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় ১০ মি. এগিয়ে থেকে I কিন্তু আশ্চর্যজনক ভাবে গুড়িয়া মাহাতো কে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় I ইস্টবেঙ্গল ক্লাব তৎক্ষণাৎ সেখানে উপস্থিত মুখ্য ট্রাক অধিকর্তা, মুখ্য টেকনিক্যাল অধিকর্তাদের কাছে মৌখিক প্রতিবাদ জানায় ও ইভেন্ট এর ভিডিও দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানায় I কিন্তু তারা এই বিষয়ে কোনো কর্ণপাত করেন নি I তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ ৭২ তম রাজ্য এথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর অর্গানাইসিং সেক্রেটারি / জুড়ি অফ আপিল এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে I