১৩ই আগস্ট স্পোর্টস ডে

আজ ১৩ই আগস্ট ২০২৪ মঙ্গলবার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। ক্লাব তাঁবুতে সকাল ১০ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া,সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, তপন রায়, চন্দন সেনগুপ্ত, আই এফ এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়, ক্লাবের রিজার্ভ ফুটবল টিমের ফুটবলাররা I এর পরে ক্লাব পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি, সচিব ও ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা I

ক্লাব তাঁবুতে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় I রক্তদান করেন ২০০ জনের অধিক রক্তদাতা I রক্তদাতাদের হাতে আমাদের কোচ কার্লেস কুয়াদ্রাতের সই করা মানপত্র তুলে দেওয়া হয় I

ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হয় প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির। ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুবীর হালদার, ডাঃ শাম্ব সমাজদার, ডাঃ গৌতম কর, ডাঃ বিবর্তন সাহা, ডাঃ রক্তিম ঘোষ I