ক্লাবের মাঠে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ

আজ ১৩ই আগস্ট ২০২৪ মঙ্গলবার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হলো ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে।

দুপুর ২.৩০ থেকে ক্লাবের মাঠে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে পল্টু দাস একাদশ ১-০ গোলে পরাজিত করে জীবন চক্রবর্তী একাদশকে I গোল করেন আলভিটো ডি’ কুনহা I

পল্টু দাস একাদশের খেলোয়াড় – নাসিম আখতার, সূর্য বিকাশ চক্রবর্তী, সৌমিক দে, অর্ণব মন্ডল, মাধব দাস, মেহতাব হোসেন, অমিত দাস, সৈয়দ রহিম নবি, স্নেহাশীষ চক্রবর্তী, আলভিটো ডি’ কুনহা, সাদিক, অনিত ঘোষ, জয়ন্ত সেন, আবিদ হোসেন, শুভাশীষ রায় চৌধুরী, বিশ্বনাথ মন্ডল, হাবিবুর রহমান, সন্দীপ দাস, দেবাশীষ পাল চৌধুরীI

জীবন চক্রবর্তী একাদশের খেলোয়াড় – সংগ্রাম মুখার্জি, দেবব্রত রায়, সুভাষ চক্রবর্তী, সফর সর্দার, দীপক মন্ডল, ভোলা প্রসাদ, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, অর্পণ দে, দেবজিৎ ঘোষ, তুষার রক্ষিত, সঞ্জয় মাঝি, কবীর বোস, অমিতাভ চন্দ্র, দুলাল বিশ্বাসI

রেফারি ও সহকারী রেফারির দায়িত্ব সামলান প্রাক্তন রেফারি চিত্তদাস মজুমদার, কালিদাস মুখার্জি ও সুব্রত সরকার I
উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্জী, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জি, অতনু ভট্টাচার্য সহ আরো অনেকে I