ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হলো ক্লাবের ৬২ তম অ্যাথলেটিক্স মিট

২৩শে ফেব্রুয়ারী ২০২৫, ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হলো ক্লাবের ৬২ তম অ্যাথলেটিক্স মিট I বিভিন্ন বয়সভিত্তিক নানান ইভেন্টে বাংলার বহু ক্লাব এতে অংশগ্রহণ করে I প্রথমে ক্লাব তাঁবুতে ক্লাব পতাকা উত্তোলন করেন সভাপতি মুরারি লাল লোহিয়া I এর পরে ক্লাব মাঠে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলের শিক্ষাত্রীদের সাথে নিয়ে লাল হলুদ বেলুন উড়িয়ে ৬২ তম অ্যাথলেটিক্স মিটের আনুষ্ঠানিক সূচনা করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া মহাশয় I উপস্থিত ছিলেন সাধারণ সচিব রূপক সাহা, দেবব্রত সরকার, অজিত বন্দোপাধ্যায়, অ্যাথলেটিক্স সচিব পার্থ প্রতিম রায়, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থসচিব সদানন্দ মুখার্জি প্রমুখ I ক্লাবের ৬২ তম অ্যাথলেটিক্স মিটে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় দমকলমন্ত্রী সুজিত বসু, রাজ্য অ্যাথলেটিক্স এসোসিয়েশনের সচিব কমল মৈত্র মহাশয় I

এবারের অ্যাথলেটিক্স মিটে ইস্টবেঙ্গল ক্লাব প্রথমবার ট্রাকের বাইরে শুরু করলো বয়েস ভিত্তিক পুরুষ এবং মহিলাদের ২০ কিলোমিটার এবং ১০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা I ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হন ইস্টবেঙ্গল ক্লাবের আমন যাদব এবং মহিলা বিভাগে প্রথম হন ইস্টবেঙ্গল ক্লাবের পূজা প্রামানিক I ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অনুর্দ্ধ ২৩ পুরুষ বিভাগে প্রথম ও দ্বিতীয় যথাক্রমে ইস্টবেঙ্গল ক্লাবের জাভিয়ার এবং ঈশ্বর বিশ্বাস I

অ্যাথলেটিক্স মিটের মঞ্চে ক্লাব সংবর্ধিত করলো ২০০০ সালের সিডনি অলিম্পিকে লং জাম্প বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করা অ্যাথলিট সঞ্জয় কুমার রাইকে I ওনার সেরা জাম্প ২০০০ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮.০৩ মিটার, যা রৌপ্য পদক এনে দিয়েছিলো I

৬২ তম অ্যাথলেটিক্স মিটের মঞ্চ থেকে ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করলো ক্লাবের প্রাক্তন অ্যাথলিটদের, যারা ক্লাবকে বহু সাফল্য এনে দিয়েছিলেন I তারা হলেন –

দেবাশীষ ভট্টাচার্য, যিনি ১৯৭৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ক্লাবের হয়ে বিভিন্ন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ এবং ২০০ মিটার দৌড়ে বহু সাফল্য এনে দিয়েছিলেন I

দেবকীনন্দন ঘোষ, যিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্লাবের হয়ে বিভিন্ন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন প্রতিযোগিতায় বহু সাফল্য এনে দিয়েছিলেন I

কালিপদ ভৌমিক, যিনি ১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ক্লাবের হয়ে বিভিন্ন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ডিসকাস প্রতিযোগিতায় বহু সাফল্য এনে দিয়েছিলেন I

এছাড়াও ক্লাবের অ্যাথলেটিক্স বিভাগের বর্তমান প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, টিম ম্যানেজারদেরও সম্মানিত করা হলো I তারা হলেন, সমীর বেরা (অ্যাথলেটিক্স চিফ কোচ), শুভময় দাস, রথীন দাস, রাজদীপ করক, অভিজিৎ বিশ্বাস, আশীষ শী, পবন পণ্ডিত, ইন্দ্রদীপ মজুমদার, সৌভিক আইচ, তীর্থ রায়, সঞ্জীব ব্যানার্জি, বাসুদেব ঘোষ, অসিত পাল, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ এবং অভিজিৎ সান্যাল I

সমস্ত বিভাগ মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব – ২৫০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন I

সমস্ত বিভাগ মিলিয়ে মোহনবাগান ক্লাব – ৭৫ পয়েন্ট পেয়ে রানার্স I

সমস্ত বিভাগ মিলিয়ে বালি প্রতিভা – ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় I