আগামী ৫ই মার্চ ২০২৫, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা এ.এফ.সি. চ্যালেঞ্জ লিগ ২০২৪-২৫ এর ইস্টবেঙ্গল এফসি (ভারত) বনাম আরকাদাগ এফসি’র (তুর্কমেনিস্তান)মধ্যে ম্যাচের সদস্য টিকিট বণ্টন করা হবে ৪ঠা মার্চ, মঙ্গলবার ক্লাব অফিস থেকে I সদস্যরা তাদের ২০২৪-২৫ বর্ষের বৈধ্য সদস্যকার্ড দেখিয়ে (প্রতি সদস্যকার্ড পিছু একটি করে টিকিট) দুপুর ২ টো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন I

Notice 3991