ইস্টবেঙ্গল ক্লাবের মহতী কর্মসূচি হিসেবে সোমবার ৭ এপ্রিল ক্লাব তাঁবুতে বসেছিল একটি স্বাস্থ্য শিবির অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপটারের (এপিআই) তত্ত্বাবধানে।












খেলার মাঠেই লুকিয়ে আছে স্বাস্থ্য
বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনে ডাক্তার বাবুদের পরামর্শ রোগের আগেই রোগকে প্রতিহত করুন। ইস্টবেঙ্গল ক্লাবের মহতী কর্মসূচি হিসেবে সোমবার ৭ এপ্রিল ক্লাব তাঁবুতে বসেছিল একটি স্বাস্থ্য শিবির অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ান অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপটারের (এপিআই) তত্ত্বাবধানে। ক্লাবের কচিকাঁচা ফুটবলার, ক্রিকেটার, প্রাক্তন ফুটবলারসহ ক্লাবের আনাচ কানাচের কর্মীবৃন্দের স্বাস্থ্য পরীক্ষা হলো। আগামী প্রজন্মকে নিয়েই এই শিবিরে প্রত্যাশিতভাবেই আলোচনা প্রাধান্য পেলো। ছোটদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। উপস্থিত থাকা অভিভাবকরা খুশি খেলাধুলোর ফাঁকে এমন ব্রেক পাওয়ার জন্য। ছিলেন এপিআই এর প্রেসিডেন্ট প্রফেসর জ্যোতির্ময় পাল, এপিআই ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার এর সায়েন্টিফিক চেয়ারপার্সন প্রফেসর নন্দিনী চ্যাটার্জি প্রমুখ I
যেহেতু এখানে খেলোয়াড়দেরই প্রাধান্য, তাই খেলাধুলো, স্বাস্থ্য আর প্রকৃত মানুষ হয়ে ওঠার এই ত্রিভূজকে আরো শক্ত করে প্রতিষ্ঠা করার প্রয়োজনিয়তার কথাই বললেন ডাক্তারবাবুরা। এইসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠল মাঠে নেমে খেলার বিষয়টি। অর্থাৎ দিনান্তে খেলার মাঠে ঢুঁ না দিলে স্বাস্থ্য স্বাস্থ্যকর থাকবে না। কারণ মানসিক স্বাস্থ্যকে তাজা রাখতেও প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাঁজি, অ্যালভিটো ডি কুনহা, ফাল্গুনী দত্তদের সঙ্গে সঙ্গে এই মন্ত্রই ধ্বনিত হলো উপস্থিত ডাক্তারবাবুদের গলায়। অনুষ্ঠান শেষে এপিআই-এর তরফ থেকে ক্লাবের ক্ষুদে ফুটবলারদের দেওয়া হলো ফুটবল।