নববর্ষের আমন্ত্রণ – আগামী ১ লা বৈশাখ ১৪৩২ (ইং ১৫ই এপ্রিল ২০২৫) মঙ্গলবার

Event Image

নববর্ষের আমন্ত্রণ

সম্মানীয় সুধী,

আগামী ১ লা বৈশাখ ১৪৩২ (ইং ১৫ই এপ্রিল ২০২৫) মঙ্গলবার, শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যমন্ডিত শুভ বারপুজো ক্লাবের মাঠে অনুষ্ঠিত হবে সকাল ১০ টায় I

এই শুভ অনুষ্ঠানে ক্লাবের সদস্য, সমর্থক, ক্লাবের সকল ক্রীড়া বিভাগের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং প্রশিক্ষকগণ, ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ও শুভানুধ্যায়ীদের সাদর আমন্ত্রণ জানাই I

আপনাদের আন্তরিক উপস্থিতি ক্লাবের আগামীর শুভ পথচলাকে সমৃদ্ধ করবে I

বিনীত,

মুরারি লাল লোহিয়া
সভাপতি

রূপক সাহা
সাধারণ সচিব

তারিখ : ১০ই এপ্রিল ২০২৫