‘মশাল’ একশো বছর পেরিয়ে….’শতবর্ষের ইস্টবেঙ্গল’





‘মশাল’ একশো বছর পেরিয়ে….’শতবর্ষের ইস্টবেঙ্গল’
২৪শে এপ্রিল ২০২৫, রবীন্দ্রসদনে বিকেল ৫.৩০ এ ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ নির্দেশিত ও সেরাম প্রযোজিত তথ্যচিত্র ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’ – এর উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় I এই অনুষ্ঠানে সদ্য ভারতসেরা ইন্ডিয়ান ওমেন লিগ জয়ী ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিমকেও উৎসাহ প্রদান করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী I