১৩ই আগস্ট ২০২৫ – “স্পোর্টস ডে”







ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৬ তম জন্মদিবস স্মরণে “স্পোর্টস ডে” পালিত হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। ক্লাব তাঁবুতে সকাল ৯ টা থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা, ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, ক্লাব সচিব রূপক সাহা দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন I ক্লাব তাঁবুতে ক্লাব পতাকা উত্তোলন করেন প্রাক্তন খেলোয়াড়েরা ও ক্লাব সভাপতি I ক্লাবের মাঠে প্রাক্তন খেলোয়াড়েরা লাল হলুদ বেলুন উড়িয়ে অনুষ্ঠানকে আরো বর্ণময় করে তোলেন I
ক্লাব তাঁবুতে চারটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে I সেখানে রক্তদাতাদের উৎসাহ চোখে পড়ার মতো I
পাশাপাশি প্রখ্যাত চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবির ও চলছে। শিবিরে উপস্থিত রয়েছেন মেডিসিন ও কার্ডিওলজির ডাক্তার আশীষ কুমার সাহা, ই.এন.টি ডাক্তার সুবীর হালদার, অর্থো বিভাগের ডাক্তার দেবজিৎ দেব, মেডিসিন বিভাগের ডাক্তার শাম্ব সমাজদার, ডাক্তার পারাবর্তন সাহা, ডেন্টাল বিভাগের ডাক্তার গৌতম কর, ডাক্তার শর্মিষ্ঠা দাস, চক্ষু বিভাগের ডাক্তার সৌরভ দাস, ডাক্তার প্রতিমা মাঝি, ইসিজি বিভাগের ডাক্তার দেবলীনা সেন I