ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্লাবের ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের জন্য সেরাম গ্রুপের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন I

আজ, ৭ই সেপ্টেম্বর ২০২৫ রবিবার, ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ক্লাবের ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির ব্যবস্থাপনায় সহযোগিতা করে সেরাম গ্রুপ।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল একাডেমির উদীয়মান খেলোয়াড়দের স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা এবং তাদের শারীরিক সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত পরামর্শ প্রদান। শিবিরে শিক্ষার্থীদের বিভিন্ন রকম স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও ফিট রাখা তাদের অন্যতম প্রধান অঙ্গীকার। সেরাম গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ভবিষ্যতে আরও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।