কলকাতা ফুটবল লিগ ২০২৫ সুপার সিক্স ইস্টবেঙ্গল এফসি : ৩ ইউনাইটেড কলকাতা এসসি : ০

🏆 কলকাতা ফুটবল লিগ ২০২৫ – সুপার সিক্স

📅 ১১ সেপ্টেম্বর ২০২৫
📍 ইস্টবেঙ্গল মাঠ

ম্যাচের ফলাফল

ইস্টবেঙ্গল এফসি ৩ – ০ ইউনাইটেড কলকাতা এসসি

⚽ গোলদাতা:

নাসিব রহমান,পি. ভি. বিষ্ণু, গুইতে ভানলালপেকা

ইস্টবেঙ্গল এফসি সুপার সিক্সে দারুণ ছন্দে এগিয়ে চলেছে। নিজেদের মাঠে ইউনাইটেড কলকাতা এসসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে দলটি আরও একবার শক্তি ও ধারাবাহিকতার প্রমাণ রাখল।

প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা লাল-হলুদরা নাসিব রহমানের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয়। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করে নেয় ইস্টবেঙ্গল। তরুণ ফরোয়ার্ড পি. ভি. বিষ্ণু ব্যবধান দ্বিগুণ করেন, আর শেষ দিকে গুইতে ভানলালপেকার গোল নিশ্চিত করে দেয় বড় জয়।

রক্ষণভাগে দৃঢ়তা, মাঝমাঠে নিয়ন্ত্রণ, এবং আক্রমণে ধারালো মুভমেন্ট—সব মিলিয়ে ইস্টবেঙ্গল এফসি প্রমাণ করে দিয়েছে কেন তারা শিরোপার অন্যতম দাবিদার।