প্রেস বিবৃতি : তারিখ ১৩ই নভেম্বর ২০২৫

প্রেস বিবৃতি
তারিখ ১৩ই নভেম্বর ২০২৫

স্কুল অফ এক্সেলেন্সের জার্নিকে সঙ্গী করে ইস্টবেঙ্গল ক্লাবের আরো একটি ফুটবল উদ্যোগ। পুরুলিয়ার জনজাতি অধ্যুষিত অঞ্চলে ছোটদের ফুটবল কোচিং ক্যাম্পের পর এবার খড়্গপুর শিল্পাঞ্চলের বুকে উদ্বোধন হয়ে গেলো আরো একটি কোচিং ক্যাম্পের। ফুটবল এবং ক্রিকেট কোচিং ক্যাম্প I আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার খড়্গপুর টাউনে এই শিবিরের উদ্বোধন হয়। স্থানীয় গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুল ও ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে এই যৌথ প্রয়াস। উপস্থিত ছিলেন গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর অভিষেক কুমার যাদব, প্রিন্সিপ্যাল প্রদীপ কুমার সামাল। ইস্টবেঙ্গল ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি ও আলভিটো ডি’কুনহা। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্য রাজীব রায়। সৈকত গাঙ্গুলি স্কুলের ডাইরেক্টর অভিষেক কুমার যাদবের হাতে তুলে দেন লাল হলুদ প্র্যাক্টিস জার্সি ও ফুটবল। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন সৈকত গাঙ্গুলি, স্কুলের ডাইরেক্টর অভিষেক কুমার যাদব। সেইসঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি ও আলভিটো ডি’কুনহা। গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ২,২০০ এর অধিক I স্কুলের নিজস্ব মাঠেই ক্রিকেট ও ফুটবলে বিভিন্ন বয়েস ভিত্তিক বিভাগে ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সসিলেন্সের প্র্যাক্টিস হবে I