আজ টাউন হলে অনুষ্ঠিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে ২০২৪–২৫ নার্সারি লিগ গ্রুপ ‘বি’ রানার্স-আপ ট্রফি দিল আই.এফ.এ

আজ টাউন হলে অনুষ্ঠিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে
২০২৪–২৫ নার্সারি লিগ গ্রুপ ‘বি’ রানার্স-আপ ট্রফি ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সসিলেন্স-এর কোচ নীলাভ চক্রবর্তী ও অধিনায়ক অরিজিত দাস-এর হাতে তুলে দিল আই.এফ.এ।

একই সঙ্গে নার্সারি লিগ গ্রুপ ‘বি’-এর সেরা কোচ হিসেবে বিশেষ সম্মান প্রদান করা হয় কোচ নীলাভ চক্রবর্তীকে। তাঁর অসাধারণ প্রশিক্ষণ, নিষ্ঠা ও পরিশ্রম দলের সাফল্যে বিশেষ ভূমিকা রেখেছে।

ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সসিলেন্স-এর এই গৌরবময় মুহূর্ত সকলের কাছে অনুপ্রেরণার।