ইস্টবেঙ্গল এফসি : ২ মোহনবাগান এসজি : ০







এ.আই.এফ.এফ. অনূর্ধ্ব ১৮ এলিট ইয়ুথ লিগ ২০২৫-২৬
জোনাল গ্রুপ ‘এইচ’
১৫ জানুয়ারি ২০২৬ | ইস্টবেঙ্গল গ্রাউন্ড
ইস্টবেঙ্গল গ্রাউন্ডে অনুষ্ঠিত এ.আই.এফ.এফ. অনূর্ধ্ব ১৮ এলিট ইয়ুথ লিগের জোনাল গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এসজি-কে ২-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল এফসি।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে মাঠে নামে লাল-হলুদ শিবির। বলের দখল ও আক্রমণে প্রথমার্ধে স্পষ্ট আধিপত্য বজায় রাখে ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ রচনা করে প্রতিপক্ষ রক্ষণকে চাপে রাখে তারা। তারই ফলস্বরূপ ম্যাচের নির্ধারিত সময়ে ইস্টবেঙ্গল এগিয়ে যায় গোলের হিসেবে। দলের হয়ে প্রথম গোলটি করেন চিসাম, যিনি নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে ইস্টবেঙ্গল। মাঝমাঠে শক্ত অবস্থান নিয়ে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেয় লাল-হলুদ রক্ষণভাগ। ম্যাচের শেষের দিকে একটি দ্রুত আক্রমণ থেকে প্রীতম গায়েন দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। এই গোলেই কার্যত ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়।
মোহনবাগান এসজি কয়েকটি সুযোগ তৈরি করলেও ইস্টবেঙ্গলের সুসংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের মুখ খুলতে ব্যর্থ হয় তারা।
এই জয়ে জোনাল গ্রুপ ‘এইচ’-এ ইস্টবেঙ্গল এফসি তাদের অবস্থান আরও মজবুত করল এবং টুর্নামেন্টে দলের আত্মবিশ্বাসও বাড়ল।
চূড়ান্ত ফলাফল:
ইস্টবেঙ্গল এফসি ২
(চিসাম, প্রীতম গায়েন)
মোহনবাগান এসজি ০







