Kanyashree Cup

এই বছরের কলকাতা মহিলা ফুটবল লিগ বা কন্যাশ্রী কাপ শুরু হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রতিযোগিতার উদ্বোধন করেছেন, যা বুধবার ইস্টবেঙ্গল মাঠে ঘটে। উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্তেরা উপস্থিত ছিলেন। প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ১১-১ গোলে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে।

ইস্টবেঙ্গলের মহিলা দলের দাপট এ বার বেশি একটা আঁচ পাওয়া গিয়েছে। তুলসী হেমব্রম আট মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করেছেন। সুলঞ্জনা রাউল, সারজিদা খাতুন, এবং সোনালি মণ্ডলের জোড়া গোল ছাড়াও একটি গোল সুস্মিতা বর্ধনের। ইস্টবেঙ্গল, গত পাঁচ ম্যাচে এই নিয়ে চারটি হ্যাটট্রিক করলেন তুলসী। ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে সুলঞ্জনা বেছে নেয়া হয়েছে।

কন্যাশ্রী কাপ শুরু হওয়ার আগে প্রতিযোগী দলগুলির মার্চ পাস্ট, প্রখ্যাত নৃত্যগোষ্ঠীর নৃত্য পরিবেশন, কলকাতা পুলিশ ব্যান্ডের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়।